পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|

  • *

었 ৰ বা মেয়ে । হেন অহঙ্কারী

  • >२२. শ্ৰীশ্ৰীহরিলীলামৃত । -- ~~

গুরুদেব গোবিন্দ যাইয়া সেই ঘরে। " | এমত্ব কাষ্ঠত আমি পাইনাই কভু। বলে বুধ এখানে কি বসা;ি ঘূতাদি ঢেলেছি কাষ্ঠ নাহি জলে তধু ; মেয়েছেলে কত লোক বুসিয় ধূমায় লোহিত চক্ষু পাক করিবারে। ’ :-: আমি না বসিব এই ... --- " - এত কষ্ট পাই তোরা দেখিলি না মোরে. . চুড়ামণি বলে আছ যতবাজে লোক। চূড়ামণি রাগ করে মেয়েদের প্রতি। ' বাহিরেতে যাও বৃদ্ধ যুবা কি বালক ॥ গুরুদেবে তোরা কেন না করিসূ ভক্তি । কেহ নাথাকিও আর উত্তরের ঘরে। । /মেয়েরা বলেছে কাষ্ঠ শুকূন আছিল। মাত্র দুই প্রভু থাকিবেন একতরে। নিজে গুরু জল দিয়া কাষ্ঠ ভিজাইল। শুনিয়া সকল লোক আইল নামিয়া। বুদ্ধিমন্ত চূড়ামণি প্রভুকে জানা’লে। । ঠাকুরের শয্যাপরে গুরু বৈসে গিয়া ॥ পাক করে গুরুদের অগ্নি নাহি জ্বলে৷ বিলে। প্রভু বলে তোর গুরু কট্রন্থের ছেলে। নমঃপূদ্র ভেবে মোরে দুঙ্গু করিলে। ঘৃণা মহাপাপ পর্শে পালে হয়। ** সেই পাপে অগ্নি তাপ হীন তেজ হয়। ---

ব্ৰহ্ম তেজ বিষ্ণু তেজু অগ্নি তেজ জলে। । - জনষ্ট - - - অগ্নিদগ্ধ নৈলে সেই স্থান পাকান্তে করুক সেবা তাতে ক্ষতি नोई।' অর্থ লোভে গুরুগিরি এমন গোসাই। এই বাক্য মহাপ্রভু যখনে বলিল । অবিলম্বে পাক কাৰ্য্য সমাধা হইল । "সেবায় বসিল বহু কষ্টে পাক ক’রে। দ্বাররূদ্ধ করি সেৰা করিলেন পরে। । ... ; সবে বলে দ্বাররুদ্ধ কর কি কারণ। ’ । গুরু বলে না করিও ভোগ দরশন। " দৈবে যদি কুকুরে আসিয়া সেবা দেখে । কুকুর উচ্ছিষ্টতাহী সেবা করিত্বে কে ॥ বিশেষতঃ শ্ৰীকৃষ্ণ নৈবিষ্ঠ তাহালিয়। : প্রসাদ না হলে অন্ন বৈষ্ণুবেকি খায়। : সেবা করি গুরু বৈসে আসনের পর ; হেথ। প্রভূর্বে কাৰ্য যে তৎপর ॥ " | f প্রভূর ভোজন পানে একদৃষ্টি চায়।

  • ৰিহা লঙ্ক লক্ করি কপিতে লাগিল। ’ গৃহ হতে প্ৰভু সেই কুকুরে দেখিল ।