গল্পস্বল্প/মাতার আশীর্ব্বাদ

উইকিসংকলন থেকে

মাতার আশীর্ব্বাদ।

বাছা, 
ও ঠোঁটের পুণ্য হাসি যেন চির ফুটে,
ও মুখের সরলতা যেন নাহি টুটে।
ও প্রাণের পবিত্রতা শুভ্র নিরমল,
করে যেন ব্যথিতের হৃদয় উজল।
অশ্রুজল বহে যদি, বহে যেন তবে
সান্ত্বনা দিবার তরে দীন হীন সবে।
প্রাণের বাসনা ইহা—শুধু কথা নয়,
মঙ্গল আশীষ এই শুভ আলোময়।
ভুলে যদি যেতে চাও ভুলো কথা গুলি,
ভোল যদি কে বলেছে তাও যেও ভুলি।
এ আলোক শুধু যেন আঁখিপথে থাকে,
পাপ তাপ হতে তোমা দুরে দুরে রাখে!