গল্পস্বল্প/শান্তি নিকেতন

উইকিসংকলন থেকে

শান্তি নিকেতন।


সঙ্গীত।

কি সুন্দর নিকেতন, নেহারিয়া পূর্ণ মন
স্বত উচ্ছ্বসিয়া উঠে, তােমা পানে, জগত-জীবন।
তােমারি মঙ্গল গাথা, গাহিছে প্রকৃতি হেথা,
তােমারি মঙ্গল ভাব, পাতিয়াছে হেথায় আসন।
তােমার শান্তির হাস, চারি দিকে পরকাশ,
তাহারি বিমল ছায়ে, ঘুমাইছে স্নিগ্ধ উপবন।
যে দিকে ফিরাই আঁখি, শান্তির সুষমা দেখি,
তোমার স্নেহের ভাবে, অভিভূত হৃদি প্রাণ মন।
হেথায় প্রভেদ নাই, নভঃ পৃথী এক ঠাই
তব প্রেমামৃত পিয়ে, আনন্দে করিতে আলিঙ্গন।
সে প্রেম উছলি আসি, হৃদয় মন্দিরে পশি
সঞ্চরে তাপিত প্রাণে, প্রভু ওহে নূতন জীবন।
সুরভি লহরী তুলি, বিজনে পরাণ খুলি,
তােমারি মহিমা গায়, দিবস রজনী সমীরণ।
চারি দিকে তরুলতা, হরষে নােয়ায়ে মাথা
সমভাবে এক মনে, ধ্যেয়াইছে তােমারি চরণ।
এমনি এ পুণ্য স্থান, সংস্রবে পবিত্র প্রাণ,
পৃথিবীর দুঃখ জ্বালা, করে ভয়ে দূরে পলায়ন।
পিতা গাে আজি কে ভাই, এসেছি এপুণ্য ঠাই,
জুড়াও তাপিত হৃদি, করি শান্তি সুধা বরিষণ।