পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবর্ষ ধরি, স্পর্শিওন নারী, আনন্দ ললনা, নামেতে ময়না, সতী পতিব্ৰত নারী। এক সম্বৎসর, করিল কঠোর, পুত্র অভিলাষ করি । ভক্তিযুক্ত মনে, ব্ৰত আচরণে, পূর্ণ হ’ল অভিলাষ । শুন তার সূত্র, হৈল এক পুত্র, গর্ভে ছিল তের মাস ॥ দিল হরিবর, নাম হরিবর, আনন্দ রাখিল তার। পুত্র ল’য়ে কোলে, অতি কুতুহলে, ওঢ়াকাদি অগ্রসর । সুখদা নামিনী, আনন্দ ননি _সঙ্গে সঙ্গে গিয়াছিল। .-- শ্ৰীহরির রূপ, কালীক স্বরূপ, নিশীভরে নিরখিল ৷ ডেকে বলে মায়, কালীপূজা হয়, ঢাক বাজাচ্ছেন কেনে । , প্রতিম। মা অই, পুরোহিত কই, মাতা নিষেধে তখনে ॥ রাত্রি ভোর হ’ল, সুখদা বলিল, মাগোম তোমারে বলি । যারে ব’লে বাবা, পায় দিলি_সেবা, উনি হ’য়েছিল কালী ॥ - আনন্দ চরিত্র, পরম পবিত্র, শুনিবারে সুললীত । ধন্ত ধন্য ধন্ত, পূৰ্ব্ব বঙ্গ পূর্ণ, যার কীৰ্ত্তি যশোগীত ॥ করে কবিগান, বাখরগঞ্জ জিলায় । ওঢ়ার্কাদি গিয়া, পদে প্রণমিয়া, বলিল হরির পায় ॥ কবি গান গাই, পূৰ্ব্ব দেশে যাই, সে দেশে কুমন্ত্রী আছে । বন্ধ করে স্বর, গায় হয় জর, জানাই তোমার কাছে ॥ প্রভু দয়াময়, আনন্দেরে কয়, ভয় কর কারে কিসে । পূৰ্ব্ব দেশে যান । এইবিলাত। যথা যাবে তুমি, তথা যা’.sue", - দেখিতে পালে সে দেশে ॥ পাইয়৷ সাহস, অন্তরে হরষ, দুরে গেল মনোঅণধ । রঙ্গ শ্ৰীগ্রামেতে, পাইল দেখিতে, মহাপ্রভু হরিচাদ । শ্রীরাই চরণ, সাহাজী সুজন, তার বাড়ী হয় গান । মা ! তারা ! বলিয়ে, ডাক ছেড়ে দিয়ে, যখনে ধরিল তান | মৃন্ময়ী প্রতিমা, . আনন্দ প্রতি, মা, হইল পূর্ণ সদয়। কাটাম সহিতে, লাগিল কঁাপিতে রসরাজ গীত গায় ॥ স্তন সংস্করণে- শষ্ট্র - মৃগয়া দশভূজ মূৰ্ত্তিতে দুর্গাদেবীর অধিষ্ঠান । তোটক-ছন্দ 1. ভদ্রীভদ্র মিলে হ’য়েছে সভা । ইন্দ্র সভা ন্যায় হ’য়েছে শোভা ৷ ঝাড় লণ্ঠনাদি মোমের বাতি । নিশাযোগে যেন ভাস্কর ভাতি ॥ চন্দ্র সূর্য্য যেন একত্রে মিলন । ভাতি প্রকাশে বাতি অগণন ॥ অপূৰ্ব্ব সে শোভা দেখে আনন্দ । হর্ষে বিমর্ষ সুখে নিরানন্দকত স্থানে গিয়া গায়ন গাই। : হেন সভা কভু দেখিত নাই ॥ অন্তরে হইল অনন্ত ভয় । হরিচাদ রুপ ভাবে হৃদয় ॥ সতযোগ্য লোক অামিত নয় । অদ্য গানে কিবা ভাগ্যেতে হয় ॥ মা ! মা ! বলিয়া ডাকিল যখন । টলিল দুর্গাদেবীর আসন ॥ মৃন্ময়ী মূৰ্ত্তি কঁাপিতে লাগিল। কাটাম সহিত প্রতিম টলিল । সভা সভাসৎ ছিলেন যত । সকলে দেখিয়া হ’ল বিস্মিত ॥