পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারোল গণ্ডগোল সমরের ধ্বনি ৷ ” নায়ের্ব হইল ক্রস্ত সেই ধ্বনি শুনি : অট্টালিকা পর গিয়া দেখিবাবে পায় 1 : বিপক্ষের দল এসে হয়েছে উদয় : দুটি মত্ত হস্তী আর চারিট তুরুত্ব । লোক পাঁচ ছয় শত করে রণরঙ্গ । এক হস্তী উপরে মাছত একজন। বন্দুকলইয়া করে আরও দুইজন ॥ . .. অশ্বোপরে অশ্বারোহী বন্দুক করেতে । ঢাল তলোয়ার করে, পদাতিক সাথে ॥ তলোয়ার ভাজা’য়েছে শড়কী বাকিছে। রবির কিরণে ঝিকিমিকি করিতেছে। - তাহা দেখি নায়েবের উড়িল পরাণ । জয়চাদে কহে কেঁদে গেল ধনপ্রাণ ॥ তুমি মম ধৰ্ম্মবাপ কি কহিব আর । দয়া করি কর মোরে বিপদে নিস্তার ॥ জয়চাঁদ বলে মোর বা থাকে কপালে । চেষ্টা করি দেখি বাবা হরিচাদ ব’লে । জয়চাঁদ রণসজ্জা করিল তখন । কটিতে বাধিল এটে পিন্ধন বসন ॥ - ঢাল তলোয়ার সড়কী কিছু নাহি নিল। হরিচাদ দত্ত যঠি লইয়া চলিল । অীর অষ্টজনে নিল ঢাল তলোয়ার। হরিচাদ বলে জয়চাদ অগ্রসর । • স্থত বাধা ভাঙ্গ লাঠি জয়চাঁদ নিল। বাবা হবিচাদ বলে হুঙ্কার ছাড়িল । হাটু গাড়া দিয়া মুখ ভুমে নামাইয়া । মহানাদ করে বাব। ব’লে থাবা দিয়া ॥ " দীড়াইয়। লম্ফ দিল কালের সমান। লাঠি ভাজাইয়া যুদ্ধে হ’ল আগুয়ান । - আয় অায় বলিয়া ছাড়িল ভীমনাদ । দেখিয় বিপক্ষ দলে গণিল প্রমাদ ॥ অশ্ব কর আরোহী বন্দুক পূর্ণকরি। দোনালা বন্দুক মারে জয় চাদোপরি । লাঠিতে লাগিয়া গুলি ধূম অগ্নি হয়। বিপক্ষের দল দিকে সেই গুলি ধায় ৷ ” সুধম্বার বাণে যেন সুধম্বা সংহার। " সৈন্য ক্ষয় ফিরে যায় অশ্ব করিবর। । বিপক্ষের দলেতে লাগিল মহাষার । , , . বলুকের সুমে হ’ল ঘোর অন্ধকার । - ...” সমরে বিমুখ হ’ধুে সৈন্যগণ ফিরে।" দৌড়িয়া পলায় সব টিকিতে না পারে। তুরঙ্গম চারিট পলায় মহাবেগে। : করিবর পলায় শুণ্ডেতে গুলি লেগে if সক্রোধে মাহুত মারে অঙ্কুশের বাড়ী : . মাহুত ফেলিয়া হস্তী ধায় দৌড়াদৌড়ি - দৌড়িয়া সারিতে নারে কুজা হয় হাতী । : তুরঙ্গ মাতঙ্গ ভঙ্গ পলায় পদাতি : ; হস্তীর নিনাদে হয় রণস্থল কম্প। " | হরিচাদ ক্ষরি জয়চাঁদ মারে লম্ফ ॥ | জয়র্চাদ দেখে এক মহাবীর সাথে। । সমরে কোমর বাধা লৌহদণ্ড হাতে ॥ জয়চাদে ডেকে বলে মাভৈ মাভৈ । নাহি ভয় ওরে জয় হ’লি রণজয়ী । কৃপাদৃষ্টি করি যঠি যে দিয়াছে তোরে । , তোমার কারণে রণে সে পাঠাল মোরে ॥ সেই হরি আবিভূত সম্মুখ সমরে । , w তার কুপা তব পরে তোর ভক্তি জোরে ॥. জরাসন্ধ গদাঘাত করে ভীম শীরে । , সেই গদাঘাত নিজে গদাধর ধরে - । এই রণে সেইরূপ রাখিল তোমায় । গুলীর আঘাত কি লাঠিতে ফিরে যায়। আদ্যকার ব্লুণ হ’ল তেমন প্রকার । , গৃহে ফিরে চল রণে কাৰ্য্য নাহি আর ॥ এত শুনি জয়চাদ ক্ষান্ত দিল রণ। জয় জয় ধ্বনি করে সঙ্গে সঙ্গীগণ । রণ জয় জয় জয় হরিচাদ জয় । জয় ঐ গোলোকচন্দ্র জয় মৃত্যুঞ্জয় ॥ আই বেশে এসে বিষ্ণুচরণের ঠাই। . লিদায় মাগিল, বাবু মোরা দেশে যাই । , তাহা শুনি বিষ্ণু বাবু বিদায় করিল। " সঙ্গী ল’য়ে জয়চাদ নিজ দেশে গেল । জয়চাঁদ রণ জয় অপূৰ্ব্ব কাহিনী। , হস্ট্রিাদ প্রত্বে ভাই বল হরিধ্বনি। ... . . . জয়চাঁদ রণজয়ী শুনে বেই জন।, . সৰ্ব্ব কাৰ্য্য সিদ্ধি তার জিনিবে শমন । , | শ্রবণে পাপের নাশ প্রেমভক্তি পায় । . রমনা কহিছে হরি কহ রসনার ॥,