পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ প্রশ্ৰীহরিলীলামৃত । - তাহা তুমি করিলে করিতে পার গান। সাতহাট সেধে সেধে হও অপমান ॥ তাহা শুনি সাতহাট করিলামু তাই। " তাহা করিলাম যাহা বলিল গোসাই ॥ আশ্বিনে যাইব ঢাকা গান গাইবারে। ভাবিলাম যাব প্রভু পদ দৃষ্টি করে । প্রভুবলে তারক ঢাকাতে তুমি যাও । মোর জন্তে এল এক ময়নার ছা ও • প্রভু আজ্ঞা শিরোধাৰ্য্য করিয়া তখন। ঢাকা গিয়া ঢাকেশ্বরী করিকু দর্শন . . . পাঠা মেড়। বলি দেখি দুঃখিত হইয়া । সদলে আইকু ফিরে হরিধ্বনি দিয়া ॥ হেন কালে পথে এক ময়না বিক্রেতা। । দুটি ময়নার ছাও ল’য়ে এল তথা ॥ কত মূল্য চাহ বলিলাম তার ঠাই। বিক্রেতা বলিল আমি নয়টাক চাই ॥ নয়টাকা দিয়া পক্ষী করিমু খরিদ । গান করি বাড়ী যাই পাইকু সুহৃদ ॥ নড়t’ল নিবাসী রামকুমার বিশ্বাস । শ্ৰীধামের সংবাদ শুনিস্তু তার পাশ ॥ বলিলাম সবিনয় শ্রীরামকুমারে । বড় নৌকা ল’য়ে ওঢ়াকাদি গেলে পরে । অনেক বিলম্ব হবে এই পার্থী লও । তুমি গিয়। ঐধামে প্রভুকে পাখী দেও । দুই পার্থী মধ্যে.যেটা ছিল হৃষ্ট পুষ্ট । কুমারে দিলাম পার্থী হ’য়ে অতি হৃষ্ট ॥ পার্থী ল’য়ে সুখী হ’য়ে কুমার চলিল । . বাট গিয়া ভবানীর কাছে পাখী ছিল । কল্য প্রাতে ওঢ়ার্কাপি য’ব দুইজন। রাখ দিদি এই পাখী করিয়া যতন ॥ রাখিবার খাচা নাই কোথ। রাখি পাখী । হাড়ি মধ্যে রাখে সর। দিয়া মুখ ঢাকি । শ্বাস বদ্ধ হ’য়ে পার্থী রাত্ৰিতে মরিল। প্রাতে ওঢ়াকাদি যেতে আয়ো জঙ্গ কৈল । সর তুলে দেখে পার্থী মরেছে তখনে । কুমার ভবানী ব’সে কাদে তাই বুনে । কুমার বলেছে দিদি তোমারে জানাই। মর পার্থী ল'য়ে চল ওঢ়াক্টাদি যাই ॥ কঁদিতে কঁাখতে দোহে ওঢ়াক দি গেল । মৃত পাখী পদে রাখি সব জানাইল । প্রভু বলে এই পার্থী মরিপ্লাছে নাকি । মোঃ বনে বলে ঘুম পড়িঙ্গাছে পাখী ॥ উঠ উঠ বলে প্রভু পৃষ্ঠে দিল হাত। ঐ অঙ্গ পলুশে প্রাণ পেল অকস্মাৎ ॥ তাহী ৰেপি দুজনের চক্ষে করে নীর । প্রেদে গদ গদ হ’ল রোমাঞ্চ শরীর । শ্ৰী পুলে প্রণামী ভাই ভগ্নি বাড়ী গেল । ঐধ্যমে নতুন পাপী বহু নিন ছিল । রামকৃষ্ণ হzেকুঞ্চ স্ত্ৰগেী লুঙ্গি বল । হরি হরি বলিয়া নয়নে বহে জল ॥ লিকে তরিক ল’য়ে মরনপুর ছাও । লত মনে হরিচাল গুণ গাও ॥ দি অবতীর্ণ ভব কর্ণধার। - হরি হরি হরি হরি বল বাহু বার । 司 c& ওঢ়াকানি গণ নাম শিখাইল আর ॥ হরমন গোলোক লোচন মহানন্দ । শিখাইল হরিশ্চন্দ্র অীর গুরুচন্দ্র । রাত্রি এক প্রহর থাকিতে নাম করে। ক্ষ্যস্ত করে স্বৰ্য্য এলে প্রহরেক পরে ॥ দুই ভাত চ’ল ছেলে। বুট যুগ আর । ভোজনঃস্তে হরেকৃষ্ণ বলে বার বার ॥ অন্স কোন লোকে যদি সে নাম শুনিত । • মানুষে ল’য়েছে নাম, তার ভ্রম হ’ত । পাইতে করেছে নাম যখনে শুনিত । চিত্র পুত্তলিকা মত দাড়াইয়া র’ত ॥ নাম ল'ম্বে নয়নের জলে ভেসে যেত । অ’ হ':ত খাচ। পরে হইত ঘূৰ্ছিত ॥ ক্ষণে ক্ষ:ণ পক্ষ গুলি উৰ্দ্ধমুখ হ’ত। মৃত্ত হইলে পরে তাহ সম্বরিত ॥ আড়া:ত সংযুক্ত পদ গল করে টান । ছপাখা তুলিয়। করে নামামৃত পান ॥ তাবুক পরম মুখী পাখীর গানেতে । প:চ সাত বর্ষ গত হ’ল এই মতে ॥ একদিন সেই পাখী আহার করিতে । বাহির করিয়াছিল সেই খ'চ। হাতে ॥ অংক বলিল পার্থী ধাচ মধ্যে দিয়ে। শৰ ধ২ খtsার দরজ। আঠুকায়ে ॥ এই মiঐ কথাবাওঁ। তথা হ’য়েছিল । এই ক্ৰ:ম রঙ্গ। আট কান নাহি হ'ল । , s s s