পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

。 | > দরজা আট কান হ’ল নাহি দিল খিল । জীব জীবনের অtশ নাহি একতিল ॥ দৈকে খাচা হ’তে পার্থী বাহির হইল । মাটীতে পড়িবা মাত্র বিড়ালে ধরিল ৷ ডাকিতে লাগিল পার্থী হইয়। অস্থির । দস্তাঘাতে বিদ্ধ দেহ পড়েছে রুধীয় ॥ দৌড়ে গিয়া সেই পার্থী সকলে বরিল। মৃত প্রায় হ’য়ে পাখী দুই দিন ছিল ৷ আর না করিল পাই জল ফলাহার। . হরেকৃষ্ণ রাধা কৃষ্ণ বলে অনিবায় । লোচন গোস্বামী বলে মম বাকা লও। ত্যাগ কর মমতা পার্থীরে ছেড়ে দেও ! পুৰ্ব্ব দিন প্রহরেক বেলার সময় । মার্জারে সাঘাত করে সে পাখীর গয় ॥ সে হইতে সদা করে হরেকৃষ্ণ নাম । হরি বল হরি বল নাহিক বিরাম ৪ • যদি সেই পাখী কেহ দেখিবারে যায়। ২২৭ হরিবল হরিবল হরিবল কয় ॥ কত হরিনাম করে নাহিক নিয়ম.। হরি বলিতে বলিতে রুদ্ধ হয় দোম । কোন দোমে বলে হরি বিশ ত্রিশ বার। দুনয়নে বহে অবারিত জল ধার ॥ হরেকৃষ্ণ হরি হরি বলিতে বলিতে। অকস্মাৎ দেহ পাত পড়িল মহীতে ॥ তারক স্বকরে করি সেপার্থী ধারণ । নবগঙ্গ। জলে দেহ দিল বিসর্জন ॥ ব্রজে ছিল যত পার্থী নিকুঞ্জ-কাননে। রাধা-শু্যাম মিলন দেখিত দুনয়নে ॥ ওঢ়ার্কাদি প্রভু লীলা ঐশান্য কোণে । এই সব ব্রজ পাখী এল সে কারণে ॥ সেই সব পার্থী এল ভকত সমাজ । রচিল তারক চন্দ্র কবি রসরাজ ॥