পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধ্যাহ্ণিক সেবা দিল নামে বাবুরাম। . বিকালে সকলে পঁহুছিল শুক্তা গ্রাম। : ; গোলোক চাদের বাটী হ’বে মহোৎসব । সেই বাড়ী মহোৎসব করিতেছে সব ॥ শুক্তা গ্রামে গোলোক পালের এক কন্যে । দিলেন কতক ব্যয় মহোৎসব জন্যে । সে বাড়ীতে রাত্ৰি হ’ল নাম সংকীৰ্ত্তন। মহাভাবে মেতে হ’ল নিশী জাগরণ ॥ দ্বিপ্রহর রাত্রে সব ভোজন করিল। . রাত্রি ভোঁর পুনশ্চ কীৰ্ত্তন আরম্ভিল ॥ হইতেছে নৰ্ত্তন কীৰ্ত্তন অতিশয় । - প্রেমেযেতে হইয়াছে জ্ঞান শুণ্য প্রায় ॥ পদ গায় প্রাণ হ’রে নিল নিল নিল। " আসিয়া অক্রুর মুনি প্রাণ হ’রে নিল ॥. , রে অক্রুর রথ রাখ-হেরি কেলেসোনা। - পায় ধরি পদে পড়ি যত ব্ৰজঙ্গনা : গান গায় বসে পালেঙ্গার-চাক ঘরে । ,কেহ চাক ঘুরায় কেহ বা টেনে ধরে ॥:বৈশাখে পালের চাক কভু নাহি ঘুরে । , বেড়া হেলানেতে ছিল ঘরের ভিতরে ॥.' : এক ঠাই ছিল সেই চাক তিন খান। . কীৰ্ত্তন সময় দৃষ্টি করে কল্প জনা , চক্র দেখে হ’ল ব্রজ ভাব-উদ্দীপণ : -বিক্ষিত মূচ্ছিত কেহ গায় আর জন ॥ " চণ্ডী গোস্বামীর পদ গায় কোন জন । রাখ রাখ অঙ্কুর নিওন কেলেসোনা ॥ যখন গায় অক্রুর প্রাণ নিগ নিল । প্রেমাবেশে কেহ কুস্তচক্রটি ধরিল ॥. চাক দিয়া পাক দিল আলের উপরে। রাখ রাখ বলি কেহ চাক টেনে ধরে ॥ তাহা দেখি ঘূর্ণচাক পাগল ধরিল। . নিওন বলিয়া চাকে মাথা পেতে দিল ॥ মাথায়ু তুলিল চাক প্রেমেতে বিহাগ . . . . অষ্ট ধারে বহিল যুগল চক্ষে জল ॥ . সেই চাক চতুঃপাশ্বে মুস্তকে রাখিয়ে । ঘুরাতে লাগিল চা’ক জড়াজড়ি হ’য়ে ॥: - এইরূপে ধরিলেন আর দুই চাকু। - সবে বলে ওরে রথি রথ রাধ রাখ, , , হা কৃষ্ণ বলিয়াকেহ পড়িল ধরা। : মূৰ্তি হইল কেহ গন্ধের লীগ। --

- পাগলে তদ্রুপ দেখি সবার হুতাশ।' ' সেই ঘরে ল’য়ে যেতে করি অভিলাষ ॥৮n: ঘরের মধ্যেতে আর ঘরের চৌদিকে

প্রেমময় পাগলের অলৌকিক-কাজ

পশিষ্ট শু _ পাগলের শির গিয়া ঠেকিয়াছে চাকে । মাটা দিয়া ধুম উঠে দেখে সব লোকে • তাহ দেখি সব লোক পড়িল হতাশে - চমকিত হয়ে বলে ধুম উঠে কিলে : চাকা ধরি পালের লইল পালেঙ্গার। : “:} ; মুছাপ্রাপ্ত যারা তাহাদেরে ধীরে লয় । সবে দেখে পাগল পড়িয়া ধরনীতে ৷ . ধুম্ৰ উঠিতেছে পাগলের অঙ্গ হ’তে . বাড়ী পরে পালেঙ্গ পশ্চিমের পোতায়। " সেই ঘরে যাদব পাগলে ধরি লয় ॥ " সনাতন নবীন বসু ছিলেন তথায়ু ৷ ** তাহারা পাগলে ধরিলেন সে সময় : ধূম কেন উঠতেছে পাগলের গায়। " দাহহ’য়ে পাছে বা পাগল মারা যায় । : তোরা সব থাকৃরে উপায় আর নাই। - 1; দক্ষিণ পালেঙ্গাতে পাগলে ল’য়ে যাই : এত শুনি সৰ্ব্বজনে পাগলে তুলিল। ১ .ގި، ك - দক্ষিণ পালেঙ্গা ঘরে ধরিয়া লইল ॥. ষ্টত সু অনর্গল ধূম উঠে পাগলের গায় ৪গ্ৰহ লোম কুপে ধূম উটে ছিদ্র কণ্ডু প্রায়" + ধুম উঠিতেছে শুন্তে বেগেতে ধাইয়ের ::ই, ক্ষণে ধূমী উঠে হয় অন্ধকার ময় - ১ ক্ষণে পাগলের অঙ্গ লক্ষ্য নাহি হয় . . . ' ' লোম উদ্ধ কেশ উদ্ধ নেত্র উদ্ধ শ্বাস ॥ : +, নভুত ন ভবিষ্যতি ভাব অপ্রকাশ ॥ । মুখ মধ্যে রক্তিমবরণ যায় দেখা। . . মুখের উপরে উঠে অনলের শিখা ৷ ; হরি হরি হরি বলে নাচে গায় লোকে পাগল বৈবৰ্ণ অঙ্গ ঘূত্র সম্বরিল ** আস্তে ব্যস্তে ত্রস্তে পাগলেৰে কোলে নিল"" তৈল মেখে পাগলেরে করাইল স্বান। :f. করা হ’ল সকলের সেবার বিধান: . s যবে পাগলের হ’ল সম্বিত বিধান t - সবে মৃত দেহে যেন পুন-পৈল প্রাণ: