পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট খণ্ড। ૨ss. কিছু কাল পরে তাহ হ’ল সম্বরণ। ’ পুনরায় মতুয়ার জুড়িল কীৰ্ত্তন ॥ গীত। আমার গৌরাঙ্গ এল সেজে আয়ুরে কাজী আয়। কাজী অয়ি কাজী আয় কাজী আয় কাজী অtয় ॥ কা’ল ভেঙ্গেছিস্ বোল করতাল অ’জ যাবি , কোথায় ॥ আমরা ব্ৰহ্মা বিষ্ণু শিব মানিনে তুইলাগি কোথায়। - পয়ার । গাইতে গাইতে পদ যায় চাপলিয়ে । জ্ঞান হয় যেন যায় ভূমি কম্প হ’য়ে । । চাপলির গ্রামবাসী যত লোক ছিল । সুক চাদ মণ্ডলের বাড়ীতে আসিল ॥ স্ত্রী পুরুষ বাল্য বৃদ্ধ বারো অনা প্রায় । গ্রামের যতেক হিন্দু আইল তথায় । এ দিকে মতুয়া চলে দুই ভাগ হ’য়ে । এক ভাগ বাড়ীপর উঠিলেন গিয়ে ॥ বাড়ীর উপরে গিয়া বুলে হরি বোল । প্রেমানন্দে মহানন্দ নাচিছে কেবল ॥ মতুয়ারা যত ছিল বাড়ীর উপরে। তাদের পাগল বলে তাড়। উহাদেরে ॥ বাড়ীর নীচায় যার করে হই, হই। উঠিতে পারেন। যেন সবাকারে কই । . গ্রাম বাসী যারা বাড়ী পরে হরি বলে । সব লোকে মহানন্দ তাড়াইয়। দিলে ॥ হাড়ী কাৰ। ইটা চেঙ্গ আনিয়া সত্বর । বলে তোরা ইহা দিকে ইহা ফেলে মা’র ॥ কোন মতে ইহা দিকে উঠিতে না দিবি। . ওরা যদি বাড়ী উঠে তোরা মা’র খাবি ॥ পূৰ্ণচন্দ্র অধিকারী উঠিল অংগ্রতে। : দুই চারি ঢিলা ঘায় নামিল নিম্নেতে ॥ পাগল কহিছে না উঠিস বাড়ীপর । , কি করিবি তোলেরে বা কেটাকরে ডর ॥ প্রাণ ভয় থাকে যদি প্রাণ ল’য়ে পল । এ দেশেতে খাটিবেন হই, হই, বল ॥ চন্দ্ৰকান্ত মল্লিক সে পদুম। নিবাসী। বাড়ীর নিকটে সেও উতরিল আসি । সে পুর্ণ অধিকারীর করেতে ধরিত্ন। . . বাড়ীর উপরে পড়ে এক লম্ফ দিয়া . [ ৩১ ] ত্রেত যুগ হ’তে বেন আইল বানর। তেমতি লাফিয়। পরে বাড়ীর ভিতর ॥ ঐহরিপাল তারক অক্ষয় ঠাকুর। বাড়ী প'ড়ে বলে নেড়ে যাবি কত দূর ৪ । ` যারামারি দেখি মার ধাইতে এলাম। . মরি যদি ফিরিবল দি- হুরিনাম ॥ ঘরে পরে করে ধ’রে হরিনাম দিব । , শ্ৰেীহরি চাদের প্রেম ফিরা'য়ে কি নিব , - ঝণকে পড়ে কঁtধা চাড়া চেঙ্গী অীর ইট । মার মার বলিয়া পাতিয়া দিল পিট । দুই দিকে নাচিছে পাগল মহানন্দ । , ./ মার মার মার বলি পরম আনন্দ ॥ বাড়ীর উপরে এল মার মার মার। ভয় নাই যারে পাই তারে ধরি মার. . . ' মীর মার কোথাকার ছার হরি বোলী । হরিবোলা মারিয়া হ’বরে হরি বোল। . . . হরিবোলার উঠিল বাড়ীর উপর। . . . . . মেশ মেশি দুইদলে হ’ল ‘একত্তর ॥ আর মারামারি নাই নাই.গণ্ড গোল। ::. এদলে ওদলে মিলে বুলে হরি বোল , যাদব মল্লিক বলে জয় জয় জয় . - : ; হরিচাদ জয় শ্ৰীগোলোক চাদ জয় ॥ গুরুচাদ জয় জয় জয় হীরামন । জয় জয় হরিচাদ পতিত পাবন . .: ; জয় জয় দশরথ ভক্তগণ জয় । জয় যত হরিবেলে। জয় মৃত্যুঞ্জয় ৷ স্ত্র হরি বলে পড়ে ঢ’লে যাদব মল্লিক... . . . . . . মতুয়ার মাতোয়ারা নাই দিগ্বিদিক ॥. কোলাকোলি ঢলাঢ়লি প্রেম আলিঙ্গন । , কেহ কেহ যায় মোহ ধূলায় পতন । , ধূলায় ধূসর কেহ যায় গড়াগড়ি । ... • লম্ফ ঝম্প গাত্র কম্প প্রেম হুড়াহুড়ি , , চন্দ্রকান্ত মল্লিক পড়িয়া ভূমিতলে । , , ; পাগলের পদ ধরি হরি হরি বলে ॥ ... . সংকীৰ্ত্তন মধ্য হ’তে পাগল উঠিল। . . লম্ফ দিয়া পশ্চিমের ঘরে প্রবেশিল । শান্ত নামে এক কন্ত মত্ত হরিনামে। : সতী সাধবী স্বচরিত্র। শুদ্ধ ভক্তি প্রেমে । ... পাগলের প্রতি তার দৃঢ়ভক্তি রয়। -- , - , চারি ভাই তাহীদের নির্মল হৃদয়. . . .: