নেতাজীর জীবনী ও বাণী/বিদেশী মতবাদ

উইকিসংকলন থেকে

বিদেশী মতবাদ

 প্রথমতঃ পৃথিবীর সকল মতবাদের যেমন Socialism, Anarchism, Bolshevism, Facism, Communism ভিতর অল্প বিস্তর সত্য আছে কিন্তু এই ক্রমোন্নতিশীল জগতে কোনও মত চরম সত্য বা চরম সিদ্ধান্ত বলিয়া গ্রহণ করা বোধ হয় যুক্তিসঙ্গত কাজ নয়। দ্বিতীয়তঃ একথা ভুলিলে চলিবে না যে কোনও দেশের কোনও প্রতিষ্ঠানকে সমূলে উৎপাটন করিয়া আনিয়া বলপূর্ব্বক অন্য দেশে রোপণ করিলে সুফল লাভ করিতে পারে। প্রত্যেক জাতীয় প্রতিষ্ঠানের উৎপত্তি হয় সেই দেশের ইতিহাসের ধারা, ভাব, আদর্শ ও নিত্য নৈমিত্তিক জীবনের প্রয়োজন হইতে।..... ... Marxএর মতবাদ পূর্ণরূপে গ্রহণ করিলে আমাদের দেশ সুখ সমৃদ্ধিতে ভরিয়া উঠিবে একথা অনেকে বিশ্বাস করেন।...রুশিয়া Marxian মতবাদ গ্রহণ করিবার সময় প্রাচীন ইতিহাসের ধারা, জাতীয় আদর্শ, বর্ত্তমানের আবহাওয়া, নিত্য নৈমিত্তিক প্রয়োজনের কথা ভুলিয়া যায় নাই। রুশিয়ার Bolshevism ও Marxian Socialism এর মধ্যে পার্থক্য অনেক। আমি অন্য আদর্শ বা প্রতিষ্ঠান অন্ধভাবে অনুকরণ করা বিরোধী। পরাধীন দেশে যদি কোন ism গ্রহণ করিতে হয় তবে তাহা Nationalism...কোন ism এর বা মতবাদের দ্বারা মানবজাতির উদ্ধার হইতে পারে না যদি সর্ব্বাগ্রে আমরা মনুষ্যোচিত চরিত্রবল লাভ করিতে না পারি। স্বামী বিবেকানন্দ বলিতেন—“Man making is my mission”