পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩৮

যদি দুখের লাগিয়া গড়েছ আমায়,
সুখ আমি নাহি চাই।
শুধু আঁধারের মাঝে তব হাতখানি
খুঁজিয়া যেন গো পাই।

যদি নয়নের জল না পার মুছাতে,
যদি পরানের ব্যথা না পার ঘুচাতে,
তবে, আছ কাছে আছ, হে মোর দরদী,
কহিয়ো আমারে তাই।

যদি হৃদয়ের প্রেম নাহি চাহে কেহ,
পাই অবহেলা, নাহি পাই স্নেহ,
তবে দিয়াছিলে যাহা হে মোর বিধাতা,
ফিরিয়া লহো গো তাই।

যদি না পারি পুরাতে মনের বাসনা,
যায় হে বিফলে সকল সাধনা,
যেন এ দীন জীবনে হে দীনের নিধি,
তোমারে নাহি হারাই।

কীর্তন