পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪৪

তবু তোমারে ডাকি বারে বারে,
কত যে পেতেছি ব্যথা না বুঝি তোমারে!
জানি না কেন যে দাও, কাঁদায়ে ফিরায়ে নাও,
তুমি তো ভোল না বিধি নয়ন-আসারে!
বলে হে কবে জানিব, শ্মশানেতে তুমি শিব;
তোমারে সুখে বরিব দুঃখের মাঝারে।
বুঝেছি মুখ যে মায়া, বুঝাও দুখও যে ছায়া,
তুমি যে রয়েছ সুখ- দুঃখের ওপারে।
মনে হয় তব কাছে সব হারাধন আছে,
তাই তো এসেছি হে নাথ, তোমার দুয়ারে।

সিন্ধু কাফি

৫১