পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ö ওগো সাখী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে, যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক-মাথে । যে পথে কাননে আসে ফুলদল, যে পথে কমলে পশে পরিমল, ' যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে ।— আমি সেই পথে যাব সাথে । যে পথে বধুর যমুনার কুলে যায় ফুল হাতে প্রেমের দেউলে, য পথে বন্ধু বন্ধুর দেশে চলে বন্ধুর সাথে — আমি সেই পথে যাব সাথে । যে পথে পাখিরা যায় গো কুলায়, যে পথে তপন যায় সন্ধ্যায়, সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে । কীর্তন