পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t Ե কে গো তুমি বিরহিণী, আমারে সম্ভাষিলে ? এ পোড়া পরান-তরে এত ভালোবাসিলে ? কতু হরিত বসনে সাজি কুসুমে ভরিয়া সাজি, # মধুমাসে মধু হাসে মম পানে হাসিলে। কে আমারে সম্ভাষিলে ? শারদ নিশীথে যবে বিরহে রহি নীরবে পীত কায়ে মৃদ্ধ পায়ে মম পাশে আসিলে । কে আমারে সম্ভাষিলে ? কতু বাদলে ঢাকি বয়ান করিলে গভীর মান, দামিনীর গুরু ভাষে তাঁখি-নীরে ভাসিলে । কে আমারে সন্তাষিলে ? আমি শাম, তুমি রাধা, তাই বধু, এত বাধা ; তুমিও হায় উদাসিনী, মোরেও উদাসিলে । কে আমারে সম্ভাষিলে ? १jथ्राण Ebr