পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ა8 মোরা নাচি ফুলে ফুলে তুলে জ্বলে, মোরা নাচি সুরধুনী-কুলে-কুলে । কখনো চলি বেগে, কভু মৃত্ব চরণে ; কখনো ছুটি মোরা ফুল-ফল-হরণে । কোথা হতে এসেছি, কবে যে ভেসেছি, তা গেছি ভুলে । খেলি লুকোচুরি কভু বনে, মাতি নিধি-সনে•কভু রণে, ভাসি আকাশে নীরদ-সনে শত পাল তুলে । যখন থাকি ঘুমে, থাকে ঘুমে ধরণী— গহন, নদী, নিধি, নভে মেঘ-তরণী । পুনঃ জাগে হরষে মোদের পরশে নয়ন খুলে । নটমল্লার 48