পাতা:ছন্দের টুংটাং - সুনির্মল বসু.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

ছন্দের টুং টাং “মাগে৷ আমি সাঁতার কাটি গিয়ে ? তুমি কিছু মনে ভেবো না!” “যাও গো বাছা জুতো মোজা খুলে, খুব হুঁসিয়ার, জলে নেবো না।” গাছের উপর সবুজ টিয়ে দেখে থোকা ছুঁড়ে মেরেছে তার দিকে এয়া এক ঢিল। কিন্তু খোকার হাতের টিপ কেমন তা সে নিজেই তোমাদের বলছে-