পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qoş) দোলে যামিনী-কোলে, দোলে রে সোনার শিশু মোহন দোলে । ফুটেছে কনকহাসি শিশুর মুখ-কমলে । মেঘের আঁচল টানি বারে বারে মুখখানি সোহাগে ঢাকিছে যত, ততই হাসি উথলে । বালিকা তারকাগুলি আসিয়াছে কুতুহলী— দেখিতে নিশির কোলে নিশির তুলালে । এসেছে ধরণী-সখী, রজনীর সুখে সুখী, বুকখানি আলো করি আদরে লইছে কোলে । বেহাগ Պծ