পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 ৭৩ বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে, ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে । ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে । আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিন দিক নাচিছে লহরী ; যায় নি শুকায়ে গঙ্গা গোদাবরী,— এখনো অমৃতবাহিনী । প্রতি প্রান্তর, প্রতি গুহা বন, প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরবকাহিনী । বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে, ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে । বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী, বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি,— আমরা তাদেরই সন্ততি ।