পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

æዊ এক মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে ; সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে ? যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া ? কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে ? কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায় ? হলে না সুখের সাখী জীবনের প্রথম দোলায় ! বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে, এলে কি হ্ল কুল হ’তে কুল মেলাতে এ অকুলে ? মিশ্র বেহাগ