আমি এত যে তোমায় ভালবেসেছি

উইকিসংকলন থেকে
মানবেন্দ্র মুখোপাধ্যায় সুরারোপিত
মানবেন্দ্র মুখোপাধ্যায় গীত
(পৃ. )

আমি এত যে তোমায় ভালোবেসেছি

আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি

তোমার কাজল চোখে
যে গভীর ছায়া কেঁপে ওঠে ঐ
তোমার অধরে ওগো
যে হাসির মধু মায়া ফোটে ঐ
তারা এই অভিমান বোঝে না আমার
বলে
তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি

তুমি তো জানো না ওগো
তোমার প্রাণের ঐ সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মত
লুটায়ে আছে

তবু এ মাধবী রাতে
আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর
শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু
দেখে না আমার
বলে
তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।