আকাশ প্রদীপ জ্বলে

উইকিসংকলন থেকে
সতীনাথ মুখোপাধ্যায় সুরারোপিত
লতা মঙ্গেশকর গীত
(পৃ. )

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দু’টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে

বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়ন দু’টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে

কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে

কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিশাসটুকু পেয়ে
আমার নয়ন দু’টি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।