বিষয়বস্তুতে চলুন

এমনি বরষা ছিল সেদিন

উইকিসংকলন থেকে

কমল দাশগুপ্ত সুরারোপিত
যূথিকা রায় গীত
(পৃ. )

এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীণ
মনে কি পড়ে প্রিয়

এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীণ
মনে কি পড়ে প্রিয়

আমি শুধানু তোমায় বলো দেখি
কোনোদিন মোরে ভুলিবে কি
শুধানু তোমায় বলো দেখি
কোনোদিন মোরে ভুলিবে কি
আঁখিপাতে বারি দুলিবে কি
আঁখিপাতে বারি দুলিবে কি
আমার তরে প্রিয়

এমনি বরষা ছিল সেদিন
শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীণ
মনে কি পড়ে প্রিয়

মোর হাতখানি ধরে কহিলে হায়
মন দিয়ে মন ভোলা কি যায়
কাঁদিবে আকাশ মোর ব্যথায়
বাদল ঝড়ে প্রিয়

মোর হাতখানি ধরে কহিলে হায়
মন দিয়ে মন ভোলা কি যায়
কাঁদিবে আকাশ মোর ব্যথায়
বাদল ঝড়ে প্রিয়

হায় তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে
তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে
এত বারি ধারা আজি রাতে
এত বারি ধারা আজি রাতে
অঝোরে ঝরে প্রিয়

এমনি বরষা ছিলো সেদিন
শিয়রে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ
মনে কি পড়ে প্রিয়

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।