আমি নিরালায় বসে

উইকিসংকলন থেকে
মান্না দে সুরারোপিত
মান্না দে গীত
(পৃ. )

আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত
বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ

ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায়
এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ

ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়
কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার
হেলায় শুকালো হে উদাসীন

আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মতো
বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।