পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 S SS হে পান্থ, বারেক ফিরে চাও মম মুখপানে । মনে হয় চলিয়াছ আমারি সন্ধানে । আমিও যে বসে আছি সে পথিক লাগি, যারে লয়ে হব আমি সরব-তেয়াগী ; হে তৃষ্ণ, হে শ্রান্ত, তুমি কেন গেলে চলে ? দেখ নি কি ভরা কুম্ভ মম তরুতলে ? হেন অন্তমনা তুমি কাহার ধেয়ানে ? তোমার দু হাতে মম হাতখানি তোলো, দেখো তো হৃদয়ে তব দেয় কি না দোল । মম সুধাপাত্ৰখানি উঠাও অধরে, দেখো তো প্রেমের ক্ষুধা হরে কি না হরে । তার পর যেয়ে চলে যদি মন মানে । সিন্ধু কাফি