পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ তাই ভালো দেবী, স্বপনেই তুমি এসো । যদি না বসিবে জীবন-অাসনে, পরান-আসনে বোসো । জটিল পঙ্কিল জগতের পথে কেমনে আসিবে নন্দন-রথে ? স্বরগ হইতে স্বপনের পথে অলখিতে তুমি এসো , যে দু-দিন তুমি ছিলে দেহপুরে, নিকটে থেকেই ছিলে বহু দূরে । আজি ত্ব-জনার কত ব্যরধান তবু দূর নাহি লেশ । মরতের গেহ, মরতের স্নেহ, চঞ্চল অতি, অতি পরিমেয় । যে ভালোবাসা বাসে নাই কেহ, সেই ভালোবাসা বেসে । ভবের বন্ধনে পড়িলে না বাধা, তাই না জানিলে বৃথা হাসা কাদা । স্বপনবাসিনী ওগো সুহাসিনী, ওই হাসি তুমি হেসে । কীর্তন 》龟总