পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 নিজেরে লুকাতে পারি নি বলে লাজে হইয় সারা ; মোর প্রাণের রুদ্ধ গুপ্ত প্রেমের কেমনে পাইলে সাড়া ? যখন কথাটি কহিতে, শুনেও শুনি নি কানে ; যখন গানটি গাহিতে, চাহি নি তোমার পানে ; নয়নে অসিলে জল হাসিতাম নানা ভানে । শত যতনের অযতনে পড়িতু কি শেষে ধরা ? দেখিতাম যবে স্বপনে, সত্য কি তুমি আসিতে ? আমার নীরব নিশীথে সত্য কি তুমি ভাসিতে ? আমার প্রভাত-কুসুমে সত্য কি তুমি হাসিতে ? ছিলে কি সতত লুকায়ে নয়নে হইয়ে নয়নতারা ? চাহি নাই তব দান, দিলেও দিয়েছি ফিরায়ে ; তুমি ফেলিয়া যাইতে যাহা গোপনে লয়েছি কুড়ায়ে ; তব মূর্তি করি নি পুজা, স্মৃতিই রয়েছি জড়ায়ে, কেমনে জানিলে তুমি যে আমার সকল জগত-জোড়া? उद्भदौ গীতি ১১ X (; o;