পাতা:যৌবনের বজ্রনির্ঘোষ - প্রবীর ঘোষ.pdf/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

যৌবনে রাজনীতির সংস্পর্শে আসা। আত্মপরিচয় গোপন করে কত বিভিন্ন শ্রেণির বন্ধুদের সঙ্গে মিশেছি। নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নকশালদের তাত্ত্বিক ক্লাস নিয়েছি। নকশাল আন্দোলনে সাংস্কৃতিক আন্দোলনের কোনো ভূমিকা না থাকায় সরে এসেছি। নিজেই যুক্তিবাদী সমিতি গড়ে তোলার মধ্য দিয়ে স্বয়ম্ভর গ্রাম তৈরিতে হাত দিয়েছি। বর্তমানে ভারতের ৬০০টি জেলার মধ্যে প্রায় ২৫০টা জেলায় এই স্বয়ম্ভর গ্রাম গড়ে উঠেছে। তাঁদেরকে কেউ কেউ বলে মাওবাদী। নামে কিবা এসে যায়।

ISBN: 978-81-295-2324-2