পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলস তরী তোর তরী তোর বিধি তোরে రిa আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না । স্তুতি-গানে তার আসন টলবে না রে টলবে না । হল যদি তোর না হয় সচল, বিফল হবে জলদ-জল ; উষর ভূমে সোনার ফসল । ফলবে না রে ফলবে না । সবাই আগে যায় রে চলে ; বসে আছিস তুই কি বলে ? নোঙর বেঁধে স্রোতের জলে চলবে না রে চলবে না । তীরের বাধন দে রে খুলি, চলে যা তুই পালটি তুলি ; দিক যদি তুই না যাস ভুলি তলবে না রে তলবে না। ছলবে না রে ছলবে না । বেহাগ 〉も○