পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ه وبي لا " ওহে পুরজন দাও কিছু ধন প্লাবনপীড়িত জনে, তব দেশবাসী করে হাহাকার অন্ন-গেহ-বিহনে । শিল্পী ও চাষী _ কত গেছে ভাসি দারুণ এ শ্রাবণে, আশ্রয়হীন বস্ত্রবিহীন মৃত্যু মাগিছে মনে । আর সইতে নারে, বলে হা বিধাতা । কাদিছে জননী ' কোলের বাছনি যায় বুঝি অনশনে । কে আছি মা, ঘরে, দাও স্নেহভরে, . বঁাচাও শিশুরে প্রাণে । ওগো স্নেহময়ী, ওগো শিশুর মাতা । তব ভাইবোনে হরিবে শুমনে, সহিবে বলে কেমনে ? দাও কিছু দাও, বিপন্নে বঁাচাও— সুখী করে নারায়ণে । ওহে পুরবাসী, করো দুঃখীর সেবা । ক’ৰ্ডস