পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S প্রবাসী, চল রে দেশে চল ; আর কোথায় পাবি এমন হাওয়া, এমন গাঙের জল । যখন ছিলি এতটুক, সেথাই পেলি মায়ের সুধা ঘুম-পাড়ানো বুক ; সেথাই পেলি সাখীর সনে বাল্যখেলার মুখ ; যৌবনেতে ফুটল সেথাই প্রাণের শতদল — চল রে দেশে চল । হরির লুটের বাতাসা, আর পৌষ মাসের পিঠা, পীরের সিন্নি, গাজির গান, আর ওই করিমভাইয়ের ভিটা, আহা মরি সেই স্মৃতি আজ লাগছে কত মিঠা ! শিউলি বেলি কদম চাপা এমন কোথায় বল – চল রে দেশে চল । মনে পড়ে দেশের মাঠে খেত-ভরা সব ধান, , মনে পড়ে পুকুর-পাড়ে বকুল গাছের গান, মনে পড়ে তরুণ চাষীর করুণ বাশির তান, মনে পড়ে আকাশ-ভরা মেঘ ও পাখির দল — প্রবাসী, চল রে দেশে চল । বাউল ২২৯