পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি ১৭৯
ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ ৫৫
ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে ৫৬
ওগো, সুখ নাহি চাই ১৪৫
ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্‌ উদাসী থাকে ৬৫
ওহে জগতকারণ, এ কি নিয়ম তব ৩১
ওহে নীরব, এসো নীরবে
ওহে পুরজন, দাও কিছু ধন ১৯১
ওহে সুন্দর, যদি ভালো না বাস তবে যাও ১৫৮
ওহে হৃদিমন্দিরবাসী, আজি লও গো বিদায় ১৩৫
কঠিন শাসনে করো মা, শাসিত ৯৫
কতকাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে ৯৩
কত গান তো হল গাওয়া ২২৫
করুণ সুরে ও কি গান গাও ১৩৪
কাঙাল বলিয়া করিয়ো না হেলা ১০৮
কার লাগি সজল আঁখি, ওগো সুহাসিনী ১৩০
কি আর চাহিব বলো, হে মোর প্রিয় ১৪
কিষাণ ভাই, তুমি, কি ফসল ফলাবে এমন মাঠে ১৭
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে ১১৯
কে গো গাহিলে পথে 'এসো পথে' বলিয়া ১৪১
কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে ১১১
কে গো তুমি বিরহিণী, আমারে সম্ভাষিলে ৬৮
কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে ২৩৩
কে তুমি বসি নদীকূলে একেলা ১১০
কে যেন আমারে বারে বারে চায় ২১৫
কে হে তুমি সুন্দর ১০
[ ৩ ]