পাতা:লালন-গীতিকা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
লালন-গীতিকা

নেহারায় গোলমাল হ'লে,
পড়বি মন কু-জনার ভোলে,
আখেরে গুরু বলে ধরবি কারে,
তরঙ্গ-মাঝার॥
স্বরূপ-রূপের রূপের ভেলা
ত্রিজগতে করছে খেলা
ফকির[১] লালন বলে, মনরে ভোলা,
কোলে[২] ঘোর তোমার॥

২০

শহরে ষোল জন বোম্বেটে
করিয়ে পাগলপারা নিল তারা সব লুটে॥
রাজ্যেশ্বর রাজা যিনি,
চোরের ও সে শিরোমণি,
নালিশ করবো আমি
কোনখানে কার নিকটে॥
পাঁচজনা ধনী ছিল,
তারা সব ফতুর হ’লো,
কারবারে ভঙ্গ দিল
কখন যেন[৩] যায় উঠে॥
গেল[৪] ধনমান আমার[৪]
খালি ঘর দেখি জমার[৫]
লালন কয়, খাজনারো দায়
কখন[৬] যেন[৬] যায় লাটে॥

  1. অধীন
  2. কোলের
  3. জানি
  4. ৪.০ ৪.১ গেল গেল ধন মাল ও নামায়
  5. জমায়
  6. ৬.০ ৬.১ তাও কবে