পাতা:লালন-গীতিকা.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৬৫

লালন ভেবে কয়, সম্প্রতি
দেহ খুঁজে দেখ না॥

৯৪

গুরুবস্তু চিনে নে না।
অপারের কাণ্ডারী গুরু
তা বিনে কূল কেউ পাবে না॥
কি কার্য করিব বলে
এ ভবে আসিয়াছিলে
কি ছার মায়ায় র’লি ভুলে
সে কথা মনে প’লো না॥
হেলায় হেলায় দিন গেল
মহাকালে ঘিরে এলো,
আর কবে কি করবি বলো,
রঙমহলে পড়লে হানা।
ঘরে এখন বইছে পবন
হ’তে পারে কিছু সাধন
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
এবার গেলে আর হবে না॥

৯৫

জানগে যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা।
কোন্‌ মানুষের কেমন কৃতি যাবেরে জানা॥
পুরুষ পরশমণি
কালাকাল তার কি সে জানি
জল দিয়ে সব চাতকিনী
করে সান্ত্বনা॥