পাতা:লালন-গীতিকা.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》8 লালন-গীতিকা কারো সিনায় সিনায় ভেদ পুশিদায় বলিয়ে গিয়েছে ৷ নবুওতে নিরাকার কয় বেলায়েতে বরজখ দেখায় লালন প’লো পূর্ণ ধোকায় এ ভবমাঝে ॥ ミ>> আয় গে। যাই নবীর দীনে । দীনের ডঙ্কা বাজে সদায় মক্কা মদীনে ॥ তরীক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য লায়েক জেনে, ও সে রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে ॥ অমূল্য দোকান খুলেছে নবী, যে ধন চাবি সে ধন পাবি, বিনে কড়ির ধন সেধে দেয় এখন না লইলে আখেরে পস্তাবি মনে ॥ নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন নুর নবী চারকে দিলে চার যাজন ও সে নবী বিনে পথে গোল হ’লো চার মতে লালন বলে, যেন গোলে পড়িস নে ॥ ミンミ আগে শরীয়ত জান বুদ্ধি শাস্ত করে । রোজা আর নামাজ শরীয়তের কাজ, শরীয়ত আসন ঠিক বলছে কারে