পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



গীতাঞ্জলি
৪৫


৩৮



নিশার স্বপন ছুটল রে, এই
 ছুটল রে!
টুটল বাঁধন টুটল রে!

 রইল না আর আড়াল প্রাণে,
 বেরিয়ে এলেম জগৎ পানে,
 হৃদয়-শতদলের সকল
 দলগুলি এই ফুটল রে, এই
 ফুটল রে!

দুয়ার আমার ভেঙে শেষে
দাড়ালে সেই আপনি এসে
নয়ন জলে ভেসে হৃদয়
 চরণ-তলে লুটল রে

 আকাশ হতে প্রভাত-আলো
 আমার পানে হাত বাড়ালো,
 ভাঙা-কারার দ্বারে আমার,
 জয়ধ্বনি উঠল রে, এই
 উঠল রে!


১৮ ভাদ্র ১৩১৬