পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি



৫৪


 নামাও নামাও আমায় তোমার
 চরণ-তলে,
 গলাও হে মন, ভাসাও জীবন
 নয়ন-জলে।
এক আমি অহঙ্কারের
 উচ্চ অচলে,
পাষাণ আসন ধূলায় লুটাও
 ভাঙ সবলে।
নামাও নামাও আমায় তোমার
 চরণ-তলে।
 কি লয়ে বা গর্ব্ব করি
 ব্যর্থ জীবনে!
 ভরা গৃহে শূন্য আমি
 তোমা বিহনে।
দিনের কর্ম্ম ডুবেছে মোর
 আপন অতলে
সন্ধ্যাবেলার পূজা যেন
 যায় না বিফলে!
নামাও নামাও আমায় তোমার
 চরণ-তলে।

মাঘ, ১৩১৬

 5