পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৬
গীতাঞ্জলি

৬৫

 
একটি একটি করে তোমার
পুরানো তার খোলো,
সেতারখানি নূতন বেঁধে তোলো।
ভেঙে গেছে দিনের মেলা,
বসবে সভা সন্ধ্যা বেলা,
শেষের সুর যে বাজাবে তার
আসার সময় হলো—
সেতারখানি নূতন বেঁধে তোলো

দুয়ার তোমার খুলে দাওরে
আঁধার আকাশ পরে,
সপ্ত লোকের নীরবতা
আসুক তোমার ঘরে।
এতদিন যে গেয়েছে গান
আজকে তারি হোক্‌ অবসান,
এ যন্ত্র যে তোমার যন্ত্র
সেই কথাটাই ভোলো!
সেতারখানি নূতন বেঁধে তোলো।


৮ জ্যৈষ্ঠ ১৩১৭