পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১০
গীতাঞ্জলি

৯৮


 ফুলের মতন আপনি ফুটাও গান,
 হে আমার নাথ এই ত তােমার দান।
ওগাে  সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি
 আমার বলিয়া উপহার দিতে আসি,
তুমি  নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি,
  দয়া করে প্রভু রাখ মাের অভিমান।

 তার পরে যদি পূজার বেলার শেষে
 এ গান ঝরিয়া ধরার ধূলায় মেশে,
  তবে  ক্ষতি কিছু নাই,—তব করতল পুটে
 অজস্ৰধন কত লুটে কত টুটে,
  তারা  আমার জীবনে ক্ষণকাল তরে ফুটে,
 চিরকাল তরে সার্থক করে প্রাণ॥

৯ আষাঢ় ১৩১৭