পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৮
গীতাঞ্জলি


১০৬


 আর  আমায় আমি নিজের শিরে
 বইব না।
 আর  নিজের দ্বারে কাঙাল হয়ে
 রইব না।
 এই বােঝা তােমার পায়ে ফেলে
 বেরিয়ে পড়ব অবহেলে,
 কোনাে খবর রাখব্ না ওর
 কোন কথাই কইব না।
 আমায় আমি নিজের শিরে
 বইব না।

  বাসনা মাের যারেই পরশ
 করে সে,
  আলোটি তার নিবিয়ে ফেলে
 নিমেষে।
ওরে  সেই অশুচি, দুই হাতে তার
  যা এনেছে চাইনে সে আর,
  তােমার প্রেমে বাজবে না।
 সে আর আমি সইব না
  আমায় আমি নিজের শিরে
 বইব না।

১৫ আষাঢ় ১৩১৭