পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১২১

হেথা একদিন বিরামবিহীন
 মহা ওঙ্কারধ্বনি
হৃদয়তন্ত্রে একের মন্ত্রে
 উঠেছিল রণরণি।
 তপস্যা-বলে একের অনলে
 বহুরে আহুতি দিয়া
 বিভেদ ভুলিল, জাগায়ে ভুলিল
 একটি বিরাট হিয়া।
সেই সাধনার সে আরাধনার
যজ্ঞশালায় খােল আজি দ্বার,
হেথায় সবারে হবে মিলিবারে
 আনত শিরে,-
এই ভারতের মহামানবের
 সাগরতীরে।


সেই হােমানলে হের আজি জ্বলে
 দুখের রক্ত শিখা,
হবে তা সহিতে মর্ম্মে দহিতে
 আছে সে ভাগ্যে লিখা।
 এ দুখ বহন কর মাের মন,
 শােনরে একের ডাক।
 যত লাজ ভয় কর কর জয়
 অপমান দূরে যাক্।