পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪২
গীতাঞ্জলি

১২৩

মানের আসন, আরাম শয়ন
নয় ত তােমার তরে
সব ছেড়ে আজ খুসি হয়ে
চল পথের পরে।
এস বন্ধু তােমরা সবে
এক সাথে সব বাহির হবে,
আজকে যাত্রা করব মােরা
অমানিতের ঘরে।

নিন্দা পরব ভূষণ করে
কাঁটার কণ্ঠহার,
মাথায় করে তুলে লব
অপমানের ভার;
দুঃখীর শেষ আলয় যেথা।
সেই ধূলাতে লুটাই মাথা,
ত্যাগের শূন্যপাত্রটি নিই
আনন্দরস ভরে।

২৯ আষাঢ় ১৩১৭