পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১৪৭

১২৮

রাজার মত বেশে তুমি সাজাও যে শিশুরে,
পরাও যারে মণি রতন হার,-
খেলাধূলা আনন্দ তার সকলি যায় ঘুরে,
বসন ভূষণ হয় যে বিষম ভার।
ছেঁড়ে পাছে আঘাত লাগি,
পাছে ধূলায় হয় সে দাগী,
আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে
চলতে গেলে ভাবনা ধরে তার,-
বাজার মত বেশে তুমি সাজাও যে শিশুরে
পরাও যারে মণি রতন হার।
কি হবে মা অমনতর রাজার মত সাজে,
কি হবে ঐ মণিরতন হারে!
দুয়ার খুলে দাও যদি ত ছুটি পথের মাঝে
রৌদ্র বায়ু ধূলা কাদার পাড়ে।
যেথায় বিশ্বজনের মেলা,
সমস্ত দিন নানান খেলা,
চারিদিকে বিরাট গাথা বাজে হাজার সুরে,
সেথায় সে যে পায় না অধিকার,-
রাজার মত বেশে তুমি সাজাও যে শিশুরে
পরাও যারে মণি রতন হার।

২ শ্রাবণ ১৩১৭