পাতা:রাসেলাস.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t গ্রন্থ সঙ্কলন করেন,তাহার মধ্যে রামুর, ইঙ্গরেজী অতিধান, রাসেলাস ও কবিগণের জীবনচরিত, এই কয়েক খনই প্রধান । - ১৭৫০ খৃঃ অঙ্গে জনসনের রায়ুর গ্রন্থ প্রচারিত হইতে আরম্ভ হয়, সপ্তাহে দুই দিন প্রচারিত হইত। ১৭৫১ খৃঃ অব্দের ১৪ই মার্চ উহা সমাপ্ত হয় । যে দিন রাসুর সমাপ্ত হয়, তাহার ভিন দিন পুৰ্ব্বে উপহার প্রিয়তম ভার্ষ্য মানবলীলা সংবরণ করেন । জনসন ভাৰ্যাকে অতিশয় ভাল বাসিতেন এবং উtহার মৃত্যু হওয়াতে অতিশয় দুঃখিত হইয়াছিলেন । জনসনের সুপ্রসিদ্ধ অভিধান ১৭৫৫ খৃঃ অব্দে মুদ্রিত হয । এই অভিধ1ন মুদ্রিত ও প্রচারিত হইব মাত্র প্লেংকে উহা অদ্ভূত পদাৰ্থ বলিয়া জ্ঞান করিতে লাগিল। উক। ধরাই উহার খ্যাতি প্রতিপত্তি ও মান সন্ত্রম বৃদ্ধি হক্টল ! এ অভিধান মুদ্রিত হইবার কিঞ্চিৎ পুৰ্ব্বে জনসন অক্লফোর্ডের বিশ্ববিদ্যালয় হইতে M. A. উপাধি প্রাপ্ত হন । ১৭৫৯ খৃঃ অঙ্গের প্রথমে মাভার অন্ত্যেষ্টিক্রিয়ার বায়নিৰ্বাহের নিমিত্ত এবং মাতার যে কিছু ঋণ ছিল, ভাহার পরিশোধের জন্য, জনসন, রাসেলস গ্রন্থ রচনা করেন । এই গ্রন্থে যুক্তিগর্ত বিচার ও নীতিগর্ভ অনেক উপদেশ অাছে। প্রত্যহ সায়ংকালে লিখিতে বসিত্তেন,