পাতা:রাসেলাস.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९४ রাসেলাস । করিতে পারেন । অনভিজ্ঞ অলসেরাই ভূমির উপর নিয়া ঘভয়ত করে; জ্ঞানবানের*ল দিয়াও পথ করিয়া লইত্তে পারেন " " শিল্পকরের কথা শুনিয়া রাজকুমায়ের পর্বত অতিক্রম করিfের ইচ্ছা জঙ্গিল ; শিল্পকর ষে সকল যন্তু বচন। করিয়াছিল, রাসেলাশ ডাহা দেখিয়া মূলে করলেন যে, তাহার ইহা অপেক্ষীও অশ্চির্যা বস্তু নিৰ্ম্মাণ করিবার ক্ষমত্ত আছে । কিন্তু অশ অবলম্বন করিয়া হতাশ ও নিরাশ্বাস হইলে অধিক অমৃতপৈ হইৰেক বলিয়া আশা অবশ্নশ্বন করিবার অগ্রে অসুসঙ্কান করিতে প্রধুৰ হইলেম এবং শিল্পকরকে জিজ্ঞান্সিলেন “তুমি যথার্থ কৰিয়। জ্বল ৰহি! এখনই কহিলে কাহা সম্পন্ন করিতে পাের, কি সেই রূপ করিতে তোমার ইচ্ছা আছে। বুঝি তোমার ইচ্ছাই ক্ষমতা অপেক্ষ স্বলবর্তী হইয়! থাকিবেক । সকল জঙ্কল্পই পৃথক পৃথক পথ নিৰ্দ্ধারিত আছে ৷ পক্ষিগণ মপ্লোমগুলে উড়িয়া ৰেষ্কায়, মহষ্য ও পশুগণ ভূমির উপর গঙ্কাগতি করিয়া থাকে ।”

“ই, এইরূপ মৎস্য সকলও জলে ভাগে, কিন্তু পশু পক্ষিগণও তথায় সাতার দেয় এবং মস্থষ্যেরাও মন্তৱণশিদিয়া তথায় তালিয়া বাইতে পারে। যাহারা সাভাষ্টিতে পারে তাহান্ন উক্রিয় ৰাইভেও পারে। যুক্ত *ক্টাঙ্গন প্রায় একরূপ জল, স্বায়ু অপেক্ষ গুরু,