পাতা:রাসেলাস.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉b" R রাসেলাস । গেলেন । তথায় উত্তম গালিচা পতি ছিল ; আমি সহচরীদিগের সহিত সুখে নিয়া গেলাম । ” “ প্রাতঃকালে আমি ঘাসের উপর বসিয়| আছি এমন সময়ে আরবসেনাপতি আমার নিকটে উপস্থিত হইলেন । আমি উঠিয়া সমাদরে সম্ভাষণ করিলাম । তিনিও যথোচিত সম্মান প্রদর্শন পুৰ্ব্বক কহিলেন ভদ্ৰে ; আমি যেরূপ আশা করিয়াছিলাম তাহ অপেক্ষীও আমার ভাগ্য সুপ্রসন্ন | স্ত্রীলোকেরা আমাকে সংবাদ fদয়াছে যে, এক জন রাজকুমারী অমাদিগের ভালুতে সমাগত হইয়াছেন । আমি কহিলাম মহাশয় ! তঃহার। স্বয়ং প্রতারিত হইয়ছে, অ}পনাকেও প্রত রণ করিয়ছে । আমি রাজকুমারী নহি । আমি এক জন হতভাগ্য বিদেশীয় স্ত্রীলোক ; শীঘ্রই এ দেশ পারতrাগ করিব মানস করিয়াছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে চির কালের নিমিত্ত কারারুদ্ধ হইলাম । সেনাপতি কহিলেন তুমি যে হও ও যেখান হইতে আইস, তোমার পরিচ্ছদ ও তোমার নিকট তোমার সহচরীদিগের বিনীত তীব দ্বারা প্রকাশ হইতেছে যে, তুমি সন্ত্রান্তকুলজাত্ত ও প্রচুর ধনসম্পত্তিশালী । তুমি অনায়াসেই অপেন এন্তিমুল্য দিতে পরিবে, তৰে চির কারার ভয় করিতেছ কেন ? ধনবৃদ্ধির নিমিত্ত আমি বিলুণ্ঠন করিয়া থাকি, অথবা যথার্থতঃ বলিতে হইলে লোকের নিকট হইতে