পাতা:রাসেলাস.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९०९ রাসেলাস । জ্যোতিৰ্ব্বিদের অমুখের হেতু উদ্ভাবন। “পরিশেষে তাঁহায় মনের কথা ব্যক্ত হইবার সময় উপস্থিত হইল । গত রাত্রে আমরা দুই জনে পর্য্যবেক্ষণগৃহের উপরিভাগে বসিয়া জুপিটরের এক পারিপাখিকের গ্রহণবিমুক্তি পর্যবেক্ষণ করিতেছিলাম, এমন সময়ে সহসা ঝড় উপস্থিত হইয় গগনমণ্ডল মেধারত ও অন্ধকারাচ্ছন্ন হইল । আমরা অন্ধকারে নিস্তব্ধ হইয়। বলিয়া আছি, এমন সময়ে জ্যোতিৰ্বিদ আমাকে সম্বোধন করিয়া কহিলেন ইমলাক ! তোমার সহিত অল!গ পরিচয় হওয়াতে আমি আপনাকে সুখী জ্ঞান করিত্যেন্ত । জ্ঞানবিহীন বিনয় অতিভুর্বল কোন কার্য্যকারক নহে ; বিনয়হীন জ্ঞানও অতি ভয়াবহ । কিন্তু ডোমাকে উভয় গুণে বিভূষিত দেখিতেছি অতীব একটা কথা বলি, শুন । আমি বহুকালাবধি এক বিষয়ের ভার গ্রহণ করিয়াছি ; জগদীশ্বর আমাকে শীঘ্ৰ সেই ভার হইতে মুক্ত করিবেন। ষে অৰস্থায় শক্তি ও সামর্থ্য থাকিবে না, পদে পদে ক্লেশ উপস্থিত হইবেক, এমন সময়ে তোমার উপর সেই তার সমৰ্পণ করতে পারিলে আমি নিশ্চিন্ত হইব, সপোহ अtई * *. “ উiহার এই কথায় আমি আপনাকে অত্যন্ত লক্ষ্মানিত বোধ করিলাম । ভাবিলাম যে কাৰ্য্য, টাইকে এত কাল সন্তুষ্টচিত্ত করিয়া রাখিয়াছে