পাতা:রাসেলাস.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ৩ রাসেলাস । জ্যোতির্কিদের বুদ্ধি, কুজরাটিক হইতে নিঃসৃত হইয়। আলোকে প্রবিষ্ট হইতেছে দেখিয়া, ইমলাক অণহলাদিন্ড হইলেন ও স্থির করিলেন জ্যোতিৰ্ব্বিদকে গ্রহমণ্ডলী হইতে পৃথক করিয়া এই অবস্থায কিছু কাল রাখিতে হইবেক । তাহা হইলেই জ্যোতিৰ্ব্বিদ গ্রহমণ্ডলীর নিয়মবিধান বিস্তৃত হইয়া যাইবেন এবং উহার চিরশক্তি অন্ধকারবিনির্ভুক্ত হইয়া উজ্জ্বল আকার ধারণ করবেক । তদবধি জ্যোতিৰ্বিদ পরম বন্ধু হলিয়া পরিগৃহীত ও সমুদায় আমোদ প্রমোদের অংশভাগী বলিয়; পরিগণিত হইলেন । সকলে সম্মান ও সমাদর করিভ. এসনা সকল বিষয়ে ওঁহাকে মনোযোগ দিতে হইত। রাসেলসি সৰ্ব্বদা উহাকে কাৰ্য্যবিশেষে ব্যাপৃত করিয়া রাখতেন । দিনের বেলায় তাহকে সমভিব্যাহারে করিয়া নানা প্রকার পর্যবেক্ষণ করিতেন ; সঙ্গ্য্যকালে ত{হ রই আন্দোলন হইত এবং পর দিন প্ৰভ তে কি করিতে হইবেক, তাহাও ঐ সময়ে নিৰ্দ্ধtfরত হইত । একদা জ্যোতিৰ্ব্বিদ ইমলাককে কহিলেন “ ইমলাক ! যে অবধি তোমাদিগের সহিত আমার আলাপ পরিচয় কুইয়াছে, যে অবধি আমোদ প্রমোদে কাল ক্ষেপ করি. তেছি, তদবধি, অন্তরিক্ষ ও গ্রহমণ্ডলীর উপর আমার গ্রন্ধুত্ব আছে বলিয়া যে সংস্কার জরিয়াছিল, তাছা ক্ৰমে ক্ৰমে আমার চিত্ত হইতে দূরীভূত হইয়া বাইতেছে