পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বিভূতি-রচনাবলী যন্ধুবাবুর মতলব একটু অন্য রকৃম। হাতে প্রায় কিছুই নাই, স্ত্রীকে পাড়াগায়ে জ্ঞাতিদের বাড়ী গছাইয়া রাখিয়া আসিয়া দিনকতক তিনি একটু হালকা হইবেন । এগারো টাকা করিয়া বাসাভাড়া আর টানিতে পারেন না। ওই থার্ড মাস্টার ঐশ রায় মেসে থাকে, আড়াই টাকা সীট রেন্ট, খোরাকী থরচ দশ টাকা, সাড়ে বীরো টাকার মধ্যে সব শেষ । যদুবাবু স্ত্রীকে বলিয়া-কহিয়া রাজী করাইলেন। কিন্তু যাইবার দিন বাড়ীওয়ালা গোলমাল বাধাইল। —আজ পাচ মাসের বাড়ীভাড়া পাওনা মশাই, পাচ এগারোং পঞ্চান্ন টাকা—দশ টাকা মাত্র ঠেকিয়েছেন এ মাসে আর মাত্র পাঁচ টাকা ঠেকিয়ে চলে যাচ্ছেন? বাক্স-পেটরা-বিছানা সবই নিয়ে চললেন, রইল এখানে কী তবে । ওই একটা জারুল কাঠের সিন্দুক আর একখানা ভাঙা তক্তপোশ, আর তো দেখছি কয়লাভাঙা হাতুড়িটা আর মরচে-ধরা গোট দুই কাচভাঙা হ্যারিকেন। আপনি যদি আর না আসেন মশাই তো এতে আমার চল্লিশ টাকা আদায় হবে কিসে বুঝিয়ে দিয়ে তবে যান। আমি পাড়ার লোক ডাকি, তারা বলুক, আমার যদি অন্যায় হয়ে থাকে মশাই, আমায় দশ ঘা জুতো মারুক। আপনি ভদ্রলোকের ছেলে, বাড়ীতে জায়গা দিয়েছিলাম, ইস্কুলে মাস্টারি করেন, ছেলেদের লেখাপড়া শেখান, তা এই যদি আপনার ধরন হয়—না মশাই, আমি তা পারব না । মাপ করবেন। আপনি যেতে হয়, জিনিসপত্র রেখে যান, নইলে আমার ভাড়া চুকিয়ে দিয়ে যান। —কী হয়েছে, কী হয়েছে ?—বলিয়া কলিকাতার হুজুকপ্রিয় কৌতুহলী লোক ভিড় পাকাইয়া তুলিল। কেহ হইল বাড়ীওয়ালার দিকে, কেহ হইল যদুবাবুর দিকে—উভয় দলে মারামারি হইবার উপক্রম হইল। যদুবাবুর স্ত্রী চট্‌ করিয়া উপরে গিয়া বাড়ীওয়ালার মায়ের কাছে কাদিয়া পড়িলেন—ম, আপনি বলে দিন। টাকা আমরা ফেলে রাখব না—পালাবও না। স্কুল খুললেই টাকা শোধ দেব। দোতলার বারীন্দায় १फ़ाश्छ। বাড়ীওয়ালার মা ডাকিল, ও বদে, বলি শোন, ওপরে আয় । - ব্যাপারটা মিটিল। স্ত্রী ও বাক্স বিছানা সমেত যদুবাবু মুক্তি পাইলেন ; কিন্তু আর তিনি কোনদিন এ বাসা তো দূরের কথা, এ পাড়ার ত্রিসীমানাও মাড়ান নাই। বেড়াবাড়ী বগুলা স্টেশনে নামিয়া সাত ক্রোশ গরুর গাড়ীতে যাইতে হয়। দুপুর ঘুরিয়া গেল সেখানে পৌছিতে । শরিক অবনী মুখুজ্জে আহারাদি সারিয়া দিবানিস্ত্রা দিতেছিলেন, বাহিরে শোরগোল শুনিয়া আসিয়া যাহা দেখিলেন, তাহাতে তিনি খুব সুৰক্ট হইলেন না। মুখে বলিলেন, কে, যন্থn ? সঙ্গে কে ? বউদি ? বেশ, বেশ–তা এতকাল পরে মনে পড়েছে যে ? না, ভাল না, বাড়ীর সব অমুখ ব্যায়রাম। আপনার বউমা তো কাল জর থেকে উঠেছে—ছেলে ছুটাের এমন পাচড়া যে, পছু হয়ে বসে থাকে-ও পুটি-ওগো— এই বউদিদি এসেছেন, নামিয়ে নাও— - রাত্রে বন্ধুবাবু দেখিলেন, থাকিবার ভীষণ কষ্ট। ইহাদের দুইটি মাত্র ঘর আর এক ভাঙা