পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
১৯

মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুমুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে
 বকুল যূথি জাতিরে॥
দেখলো সখি শ্যামরায়,
নয়নে প্রেম উথল যায়,
মধুর বদন অমৃত সদন
 চন্দ্রমায় নিন্দিছে
আও আও সজনি-বৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ,
শ্যামকে পদারবিন্দ—
 ভানুসিংহ বন্দিছে॥