পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
ভানুসিংহের পদাবলী।

(১০)


মূলতান।

 বজাও রে মোহন বাঁশী!
সারা দিবসক বিরহদহন-দুখ,
 মরমক তিয়াষ নাশি।
রিঝ[১] মন-ভেদন বাঁশরি-বাদন
 কঁহা শিখলিরে কান?
হানে থির থির, মরম অবশকর
 লহু লহু মধুময় বাণ।
ধস ধস করতহ উরহ বিয়াকুলু
 ঢুলু ঢুলু অবশ-নয়ান;
কত কত বরষক বাত সোঁয়ারয়[২]
 অধীর করয় পরাণ।

  1. রিঝ—হৃদয়
  2. সোঁয়ারয়—স্মরণ করাইয়া দেয়